আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা থেকে
মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক ধর্মঘটে অচল হয়ে পড়েছে সাতক্ষীরার সুন্দরবন টেক্সটাইল মিলস। কাজে যোগ না দিয়ে গতকাল সোমবার সকালে মিলের প্রধান ফটকে অবস্থান নেন সাড়ে ৩০০ শ্রমিক। পরে তারা সাতক্ষীরা-খুলনা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন। এ সময় আন্দোলন থেকে সরে দাঁড়াতে পুলিশের পক্ষ থেকে শ্রমিকদের বলা হলেও দাবিতে অটল রয়েছেন শ্রমিকরা। আন্দোলনরত শ্রমিকরা জানান, তাদের দিনপ্রতি ১২০ টাকা মজুরি দেওয়া হয়। এ নিয়ে এক বছর ধরে মিল কর্তৃপক্ষের কাছে মজুরি বাড়িয়ে ৩০০ টাকা করার দাবি জানিয়ে আসছেন তারা। কিন্তু তাদের কথায় কর্ণপাত করছে না মিল কর্তৃপক্ষ। তাই বাধ্য হয়ে তারা রাজপথে নেমেছেন। শ্রমিকরা আরো জানান, সকালে আন্দোলন থেকে সরে যাওয়ার জন্য পুলিশ তাদের হুমকি দেয়। তারা জানান, দৈনিক আট ঘণ্টা কাজ করে ১২০ টাকা মজুরি পান। এতে যাওয়া-আসার খরচ বাদ দিয়ে তিন বেলা দু’মুটো ডাল-ভাতও জোটে না তাদের। শ্রমিক জাকির হোসেন জানান, মিল কর্তৃপক্ষ তাদের সাথে সব সময় অবিচার করে। বিদ্যুৎ না থাকলে তাদের কর্মঘণ্টা কেটে নিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। শ্রমিক নেত্রী রেক্সনা জানান, সারা দেশে কোথাও এত কম মজুরি নেই। আমরা মাস শেষে ২৫০০ থেকে তিন হাজার টাকা বেতন পাই। তাতে ঘর ভাড়াই ওঠে না। দু’মুটো ভাত না পেলে কাজ করব কেন। তিনি বলেন, বেতন ন্যূনতম দৈনিক ৩০০ টাকা করা না হলে মিল অচল করে দেওয়া হবে। আন্দোলনরত শ্রমিকরা আগামী তিন দিনের মধ্যে দাবি মানা না হলে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকার হুঁশিয়ারি দেন। এদিকে, সকালে সুন্দরবন টেক্সটাইল মিলের ব্যবস্থাপক আবু হানিফ আন্দোলনরত শ্রমিকদের সাথে গিয়ে বেতন বৃদ্ধির ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও শ্রমিকরা তাতে কর্ণপাত না করে আন্দোলন চালাতে থাকেন। এ ব্যাপারে সুন্দরবন টেক্সটাইল মিলের ব্যবস্থাপক আবু হানিফ জানান, মিলটি চলছে সার্ভিস চার্জ ভিত্তিতে। শ্রমিকদের পক্ষ থেকে মজুরি বৃদ্ধির দাবি উঠছে। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ওপর থেকে সিদ্ধান্ত এলে বেতন বৃদ্ধি করা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন