শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

টিকটককে পাকিস্তানের চূড়ান্ত সতর্কবার্তা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০২০, ১২:০৪ এএম

চীনা ভিডিও অ্যাপ টিকটক-কে চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছে পাকিস্তান। ‘অনৈতিক কনটেন্ট’ ছড়ানোর দায়ে প্রতিষ্ঠানটিকে শেষবারের মতো এই বার্তা দেয়া হয়েছে। একই অভিযোগে এরইমধ্যে দেশটিতে আরেকটি অ্যাপও ব্লক করে দিয়েছে কর্তৃপক্ষ। ব্যবহারকারীদের নিরাপত্তাসহ নানা সমস্যার কারণে এর আগে অস্ট্রেলিয়া, ভারত ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও টিকটকের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। পাকিস্তানের টেলিকমিউনিকেশন অথরিটি পিটিএ এক বিবৃতিতে জানিয়েছে যে, ‘অনৈতিক’ কন্টেন্ট প্রচারের কারণে তারা টিকটককে সতর্ক করছে। পাশাপাশি, আরেকটি অ্যাপ ‘বিগো লাইভ’ ব্লক করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, অশ্লীল ও অনৈতিক কন্টেন্টের প্রচার থামাতে অবিলম্বে জোরদার পদক্ষেপ নিতে হবে টিকটককে। এটাই টিকটকের উদ্দেশ্যে পিটিএ-র চূড়ান্ত সতর্কবার্তা। একই কারণে বিগো অ্যাপ ব্লক করা হয়েছে। দুনিয়াজুড়ে মোট ২০০ কোটি বার ডাউনলোড করা হয়েছে টিকটক অ্যাপটি। গত বছর পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগে ভারতের একটি আদালত সেখানে অ্যাপটি কিছুদিনের জন্য নিষিদ্ধ করে। ডিডব্লিউ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন