মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সাগরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের অপরাধে ৫০ হাজার টাকা অর্থদন্ড

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০২০, ৮:১৬ পিএম

প্রজনণ মৌসুমে ৬৫দিনের নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে মাছ ধরার অপরাধে আন নুর নামে একটি মাছধরা ট্রলারকে ৫০হাজার টাকা অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালত। বুধবার রাত ৯টার দিকে এ অর্থদন্ড করা হয়। এসময় উপস্থিত ছিলেন কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মাহমুদ আলী,উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান।
কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির এ এস আই কামরুল ইসলাম জানান,কক্সবাজারের কুতুব দিয়ার খুদিয়ার টেক এলাকার দীন মোহাম্মাদ’র মালিকানাধীন এফবি আন নুর নামক একটি ট্রলার মৎস্যবন্দর আলীপুরের ইউসুফ কোম্পানীর গদিতে মাছ বিক্রির সময় অভিযান চালিয়ে ট্রলারটি মাঝি মাল্লা সহ আটক করা হয়। পরে রাত নয়টার দিকে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান সামুদ্রিক মৎস্য অধ্যাদেশ ১৯৮৩ এর ১৯ ধারা মোতাবেক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ অর্থদন্ড প্রদান করেন। 
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান বলেন, প্রজনণ মৌসুমের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অপরাধে এ জরিমানা করা হয়েছে। এসময় মৎস্য আড়ৎদার ইউসুফ কোম্পানীকে সতর্ক করে দেয়া হয়। 
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন