সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: সুন্দরগঞ্জ শাখার উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। জানা গেছে, গতকাল মঙ্গলবার ত্রাণ বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা বেলকা এমসি হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লি:-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল মান্নান। প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তফা আনোয়ার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর সাইয়্যেদ আহসানুল আলম, পরিচালক প্রফেসর ডঃ কাজী শহিদুল আলম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোশাররফ হোসেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রংপুর জোন প্রধান মাহবুবুর রহমান ও সুন্দরগঞ্জ শাখা ব্যবস্থাপক এএইচএম রাশেদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেজিয়া বেগম, তারাপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ্, কঞ্চিবাড়ি ইউপি চেয়ারম্যান মনোয়ার আলম সরকার, বেলকা এমসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব খোকন প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন