ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের রংপুর ও রাজশাহী বিতরণ জোনকে রাতারাতি কোম্পানিতে রূপান্তরিত করার প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ কর্মচারী ইউনিয়নের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও কর্মবিরতি কর্মসূচি পালন করেছে। সকাল ১০টায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা কাজে যোগ না দিয়ে তারা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে। প্রতিবাদ মিছিলটি তাপবিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় এবং সেখানেই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (জাতীয় শ্রমিক কর্মচারী লীগ ১৯০২)-এর সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক আকবর আলী, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নেতা শহীদুল ইসলাম, হাফিজুর রহমান, অশ্বিনী কুমার, কৃষ্ণপদ ম-ল, মহীদুল ইসলাম, রবিউল ইসলাম, প্রকাশ কুমার আশ্চার্য ও শ্রমিক নেতা শাহিনুর রহমান। শ্রমিক-কর্মচারী ইউনিয়নের প্রতিবাদ সমাবেশে ফুলবাড়ী আবাসিক প্রকৌশলীর কার্যালয়ে কর্মরত শ্রমিক-কর্মচারী ও পার্বতীপুর আবাসিক প্রকৌশলীর কার্যালয়ের শ্রমিক-কর্মচারীগণ সমাবেশে যোগ দেন। শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিনের একটি সরকারি প্রতিষ্ঠান রাতারাতি কোম্পানিতে রূপান্তরিত করার ষড়যন্ত্রকারী বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবুল কালাম আজাদের পদত্যাগ দাবি করেন। অন্যথায় তারা কঠোর আন্দোলনের মাধ্যমে তাদের পদত্যাগ করতে বাধ্য করার হুঁশিয়ারি দেন।
প্রশাসনের উদ্যোগে শিক্ষকদের কর্মশালা
দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সভাকক্ষে শিষ্টাচার, নীতি-নৈতিকতা ও সদাচরণ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ধর্মীয় শিক্ষকদের নিয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একদিনে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার এহেতেশাম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খুরশীদ আলম মতি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল কাদির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস ছাত্তার, উপজেলা কৃষি সম্পসারণ কর্মকর্তা মোছাঃ রুম্মান আক্তার, মাধ্যমিক শিক্ষা পরিদর্শক শফিকুল ইসলাম প্রমুখ। কর্মশালায় উপজেলার সকল মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ধর্মীয় শিক্ষক এবং মাদ্রসার অধ্যক্ষ, সুপারিন্টেন্ড ও ধর্মীয় শিক্ষকগণ অংশগ্রহণ করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন