শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ভালুকায় ট্রাক-পিকআপ সংঘর্ষে হেলপার নিহত আহত ৮

প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ভালুকা (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা

ময়মনসিংহের ভালুকায় গতকাল মঙ্গলবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা পাইলট হাই স্কুল মোড়ে ৩ ট্রাক ও পিকআপের মাঝে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার নিহত এবং ড্রাইভারসহ ৮ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ময়মনসিংহগামী সিমেন্ট বোঝাই ট্রাক দাঁড়িয়ে থাকা অপর একটি লবণ বোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে ওই ট্রাক একটি পিক-আপকে এবং পিক-আপটি একটি ট্রাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে সিমেন্ট বোঝাই ট্রাকের হেলপার আব্দুস সামাদ ঘটনাস্থলই নিহত হন। এ সময় অন্তত ৮ জন আহত হন। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিস ও ভরাডোবা হাইওয়ে পুলিশ ট্রাকের কেবিন কেটে নিহত আব্দুস সামাদকে উদ্ধার করে। আব্দুর সামাদের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলায়। আহতদের ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন