পদ্মায় মাছ ধরার সময় অবৈধভাবে বাংলাদেশের সীমান্তে ঢুকে চার জেলেকে ধরে নিয়ে যায় বিএসএফ। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে বিজিবির কড়া প্রতিবাদের মুখে পতাকা বৈঠকের মাধ্যমে ধরে নিয়ে যাওয়া জেলেদের সন্ধ্যায় ফেরত দেয় বিএসএফ।
ধরে নেয়া জেলেরা হলেন, হরিপুর ইউনিয়নের খোলাবোনা গ্রামের রোকাব আলী দুলাল, রাজু হোসেন, দেলায়ার হোসেন ও রাকিব হোসেন। রাজশাহী বিজিবি-১ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ জানান, শুক্রবার দুপুরে বাংলাদেশের অভ্যন্তরে খোলাবোনা এলাকার পদ্মায় মাছ ধরতে যান রোকাব আলী দুলাল ও তার তিন ছেলে।
এ সময় নদী থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ। পরে বিকেল সাড়ে চারটার দিকে নো-ম্যান্সল্যান্ড ৫৩/৩ এস পিলারের কাছে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় দু’ঘন্টা বৈঠকের পর সন্ধ্যায় আটককতৃদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন