শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানের প্রশ্নে অবস্থান পরিষ্কার করা উচিত যুক্তরাষ্ট্রের তুর্কি প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার ও সুস্পষ্ট করা উচিত বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। সোমবার আঙ্কারায় সিনিয়র মার্কিন সামরিক কর্মকর্তাদের সঙ্গে তিনি এ মন্তব্য করেন। তিনি আবারো ১৫-১৬ জুলাইয়ের ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক মুসলিম ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনকে দায়ী করেন। তবে, গুলেন তার বিরুদ্ধে এ অভিযোগ অস্বীকার করে আসছেন। মার্কিন ডেপুটি চিফ অব স্টাফ জোশেফ ডানফোর্ডকে ইলদিরিম বলেন, নতুন নিয়োগপ্রাপ্তদের নিয়ে এবং নতুন ব্যবস্থাপনায় তুর্কি সেনাবাহিনী পূর্ণ শক্তি নিয়ে কাজ করে যাচ্ছে এবং কুর্দি বিদ্রোহী ও আইএসের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের সহযোগিতা সহযোগিতা অব্যাহত থাকবে। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন