বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

তাড়াইলে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

তাড়াইল (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা

মৎস্য ভা-ার খ্যাত ভাটি কন্যা তাড়াইলের নদ-নদী, খাল-বিল, পুকুর-ডোবা ও জলাশয় থেকে দেশি প্রজাতির মাছ বিলুপ্ত হতে চলেছে। গত ২০-৩০ বছরের ব্যবধানে অর্ধশতাধিক দেশি প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে গেছে। বর্তমানে উপজেলায় দেশি প্রজাতির মাছ বিলুপ্ত হলেও এর স্থান দখল করেছে বিদেশি জাতের বিভিন্ন ধরনের মাছ। বর্তমানে উপজেলার বিভিন্ন জলাশয়ে পাঙ্গাস, সিলভার কার্প, জাপানি রুই, গ্রাস কার্প, থাইপুঁটি, মিনার কার্প, বিভিন্ন প্রজাতির তেলাপিয়া, থাইকৈ, আফ্রিকান মাগুরসহ নানা জাতীয় বিদেশি মাছ চাষ হচ্ছে। অধিক মুনাফা পাওয়ার আশায় মৎস্য চাষিরা বিদেশি জাতের মাছ চাষের দিকে ঝুঁঁকে পড়েছে। এই মাছ চাষ করতে গিয়ে চাষিরা জলাশয়ের পানিতে নানা প্রকারের বিষ দেয়ার কারণে দেশি মাছ মরে গিয়ে বিলুপ্ত হতে চলেছে বলে অভিজ্ঞ মহলের ধারণা। গত ২০-২৫ বছর আগেও উপজেলার হাট-বাজারে কৈ, শিং, মাগুর, বোয়াল, শৈল, পাবদা, চেলা, চাপলা, চিতল, খৈলশা, পুঁটি, মলা,্ আইড়, রিটা, বাউস, টাকি, টেংরা, গোলশা ভেদা, বেলেসহ প্রায় শতাধিক জাতের দেশি সুস্বাদু মাছ পাওয়া যেত। কিন্তু এখন সে মাছগুলো খুব কমই দেখা যায়। উপজেলার আকুবপুর গ্রামের মো.আকিন উদ্দিন জানান, আগেকার দিনে প্রতি বছর বর্ষা হতো। পানিতে প্রচুর মাছ আসত। গ্রামের অধিকাংশ মানুষ মাছ মেরে খেতো। এখন মাছের বংশ নিপাতকারী জালপেতে নদী থেকে পোনা ধরত না। যে কারণে বর্ষার পানিতে পোনা ছড়িয়ে যেত বিভিন্ন নদী খাল- বিল ও জলাশয়ে। আশ্বিন-কার্তিক মাসে প্রচুর মাছ ধরা পড়ত। এছাড়া আষাঢ় মাসে যখন নতুন বর্ষার পানি আসত বড় বড় বোয়াল মাছ ধরা পড়ত। এখন আর নদীতে মাছ পাওয়া যায় না। যদি বিদেশি জাতের মাছ দেশে চাষ না হতো তাহলে আমাদের মাছ খাওয়া কঠিন হয়ে পড়ত। মৎস্য বিশেষজ্ঞদের মতে, কৃষি জমিতে রাসায়নিক সার ব্যবহার ও বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহারের ফলে নদী-নালা, খাল-বিল ও জলাশয়ের পানিতে মিশে পানি বিষাক্ত হচ্ছে। আবার বিভিন্ন কারখানার বর্জ্য পানিতে মিশে পানি বিষাক্ত হচ্ছে। ফলে দেশি মাছ মরে যাচ্ছে। এছাড়া এক শ্রেণীর মৎস্যজীবী অবাধে পোনা ও ডিমওয়ালা মাছ শিকার করে দেশি মাছের বংশ বিস্তারে বাধার সৃষ্টি করছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন