নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা (এফ ডব্লিও সি) রয়েছে। প্রতিটিতে রয়েছে একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, একজন ফার্মাসিস্ট, একজন আয়া ও একজন পিয়ন। স্টাফ থাকলেও প্রায় ১ বছর ধরে নেই পর্যাপ্ত পরিমাণ ওষুধ। ফলে মা ও শিশুরা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। ৭টি উপস্বাস্থ্য কেন্দ্র মুশুল্লী, সিংরইল, আচারগাঁও, চন্ডীপাশা, জাহাঙ্গীরপুর, ঝালুয়া ও বেতাগৈর ইউনিয়নের কেন্দ্রগুলোতে সরেজমিনে এমনই দৃশ্য দেখা গেছে। রোগীরা চিকিৎসা সেবা নিলেও ওষুধ কিনতে বলা হচ্ছে বাহির থেকে। এ ব্যাপারে নান্দাইল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. বদরুজ্জোহা ওষুধের স্বল্পতার কথা স্বীকার করে বলেন, বিগত প্রায় ৭/৮ মাস যাবৎ কোন প্রকার ওষুধ সরবরাহ নেই। তিনি আরো বলেন, এ ব্যাপারে ওষুধের চাহিদা পাঠানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। ভুক্তভোগীরা জরুরি ভিত্তিতে পরিবার পরিকল্পনা বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন