শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

পরিবার কল্যাণ কেন্দ্রে নেই পর্যাপ্ত ওষুধ চিকিৎসা সেবা বঞ্চিত মা ও শিশুরা

প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা (এফ ডব্লিও সি) রয়েছে। প্রতিটিতে রয়েছে একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, একজন ফার্মাসিস্ট, একজন আয়া ও একজন পিয়ন। স্টাফ থাকলেও প্রায় ১ বছর ধরে নেই পর্যাপ্ত পরিমাণ ওষুধ। ফলে মা ও শিশুরা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। ৭টি উপস্বাস্থ্য কেন্দ্র মুশুল্লী, সিংরইল, আচারগাঁও, চন্ডীপাশা, জাহাঙ্গীরপুর, ঝালুয়া ও বেতাগৈর ইউনিয়নের কেন্দ্রগুলোতে সরেজমিনে এমনই দৃশ্য দেখা গেছে। রোগীরা চিকিৎসা সেবা নিলেও ওষুধ কিনতে বলা হচ্ছে বাহির থেকে। এ ব্যাপারে নান্দাইল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. বদরুজ্জোহা ওষুধের স্বল্পতার কথা স্বীকার করে বলেন, বিগত প্রায় ৭/৮ মাস যাবৎ কোন প্রকার ওষুধ সরবরাহ নেই। তিনি আরো বলেন, এ ব্যাপারে ওষুধের চাহিদা পাঠানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। ভুক্তভোগীরা জরুরি ভিত্তিতে পরিবার পরিকল্পনা বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন