ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা
ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের কুটুরাকান্দা গ্রামে মালিঝি নদীতে গত মঙ্গলবার দুপুরে গোসল করতে গিয়ে আমজত আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছে। জানা যায়, কুটুরাকান্দা গ্রামের আমজত আলী মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে মালিঝি নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। এ সময় নদীর পাড়ে তার লুঙ্গি পড়ে থাকতে দেখে এলাকাবাসি ও পরিবারের লোকজন ধারণা করেন গোসল করার সময় নদীর স্রোতে সে তলিয়ে গেছে। খবর পেয়ে ময়মনসিংহ ও ফুলপুর ফায়ার সার্ভিসের ডুবুরিরা গতকাল বুধবার পর্যন্ত নদীতে অনেক খোঁজাখুঁজি করেও আমজত আলীর সন্ধান পায়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন