রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

দুই স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ আহত ২৩

প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

অভ্যন্তরীণ ডেস্ক

দেশের দুই স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৪ জন ও আহত হয়েছে ২৩ জন। এ সংক্রান্ত আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন-
গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা সংবাদদাতা জানান, রাজশাহীর গোদাগাড়ীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিন মহিলা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন। গতকাল বুধবার ভোর ৫টায় ও বেলা সাড়ে ১১টায় এ দুটি দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- উপজেলার শ্রীমান্তপুর এলাকার মৃত আবদুল মান্নানের স্ত্রী আনোয়ার বেগম বানু (৬০), একই এলাকার মাওলানা ইসরাইলের স্ত্রী মাবিয়া বেগম (৬০) এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কাতখালি গ্রামের আবদুর রাজ্জাকের স্ত্রী আলেয়া বেগম (২৮)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৫টার দিকে আনোয়ারা বেগম বানু ও মাবিয়া বেগমসহ কয়েকজন মহিলা ভোর ৫টার দিকে গোদাগাড়ী ডিগ্রী কলেজের সামনে মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় রাজশাহীগামী একটি দ্রুতগামী ট্রাক তাদের পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আনোয়ারা বেগম বানু নিহত হন। পরে স্থানীয়রা মাবিয়া বেগমকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। অপরদিকে বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সাহাব্দিপুর এলাকায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আলেয়া বেগম ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন অন্তত ২০ জন। এদের মধ্যে ১৪ জনকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে সাহাব্দিপুর এলাকায় একটি ট্রাক থামিয়ে টাকা আদায় করছিলেন গোদাগাড়ী ট্রাফিক অফিসের একজন সার্জেন্ট। এ সময় অপর একটি ট্রাক দ্রুত পালাতে গিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়। এ ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা ওই সার্জেন্টকে আটক করে মারপিট করে আটকে রাখেন। পরে জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খালিদ হোসেন ঘটনাস্থলে গিয়ে তাকে মুক্ত করেন। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ জানান, নিহত তিন মহিলাদের লাশ রামেক হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আর সাহাব্দিপুরের দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক জব্দ করে থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় থানায় আলাদা আলাদা মামলা হবে।
পুঠিয়া (রাজশাহী) উপজেলা সংবাদদাতা জানান, পুঠিয়ায় চার্জার ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুস সামাদ (৭০) নামের এক ভ্যান আরোহী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ৩ জন। নিহত আব্দুস সামাদ সিরাজগঞ্জ জেলার শাজাদপুর উপজেলার নবনায়ন গ্রামের বাসিন্দা। আহতরা হলো- নাটোর জেলার কাফুরিয়া গ্রামের ফজের সরকারের ছেলে মোটরসাইকেল চালক তহিদ (২৫), বাগমারা উপজেলার আব্দুল মজিদের মেয়ে মোটরসাইকেল আরোহী বৃষ্টি (১৭) ও উপজেলার গন্ডোগহালী গ্রামের মৃত আরোজ উল্লাহর ছেলে ভ্যানচালক ইয়াহিয়া (৩৫)। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দুপুর সাড়ে ১১টার সময় তাহেরপুর থেকে পুঠিয়াগামী একটি মোটরসাইকেল এবং বিপরীতগামী একটি চার্জার ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে তারা গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সামাদ মারা যায়। এ ছাড়ার গুরুতর আহত মোটরসাইকেল চালক তহিদকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন