আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা
আড়াইহাজারে চালক মোবারক হোসেনকে (২২) কুপিয়ে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ৮টায় উপজেলার হাইজাদী ইউনিয়নের আড়াইহাজার-সিংহদীর রাস্তায় সিংহদী এলাকায় এ ঘটনা ঘটে। চালক মোবারক উপজেলার বিশনন্দী ইউনিয়নের শরিফপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে। জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যায় উপজেলার গোপালদী বাজার থেকে ৩/৪ জন যাত্রী নিয়ে চালক মোবারক হোসেন তার অটো গাড়িটি সিংহদী যাওয়ার কথা বলে ভাড়া নেয়। রাত ৮টা সময় গাড়ি থাকা যাত্রী বেশে ছিনতাইকারীর দল সিংহদী নিকটে গিয়ে গাড়িটি ছিনতাইয়ের চেষ্টা চালায়। চালক মোবারক বাঁধা দিলে ছিনতাইকারীরা তাকে কুপিয়ে অটো রিকশা নিয়ে পালিয়ে যায়। এসময় চালকের চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এসে চালককে উদ্ধার করে আড়াইহাজার হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরণ করা হয়। চালক মোবারকের বাবা সুরুজ মিয়া জানান, বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নেয়া হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন