শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সৈয়দপুরে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূর আত্মহত্যা

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২০, ১১:০৩ এএম

নীলফামারীর সৈয়দপুরে শিল্পী আক্তার (২৮) নামের এক গৃহবধূর আত্মহত্যায় প্ররোচনায় দেয়ার অভিযোগে থানায় মামলা হয়েছে। নিহত গৃহবধূর বাবা মো. ফজলুল হক নিজে বাদী হয়ে গতকাল রাতে পাঁচজনকে আসামী করে সৈয়দপুর থানায় ওই মামলাটি দায়ের করেন। মামলায় আসামীদের বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা, মিথ্যে অপবাদ, মানসিক ও শারীরিক অত্যাচার এবং আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ করা হয়েছে। গতকাল গৃহবধূ শিল্পী আক্তার শহরের উপকণ্ঠে ধলাগাছ সরকারপাড়া এলাকায় ভাড়া বাড়িতে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

থানায় দায়েরকৃত মামলার অভিযোগে বলা হয়, শহরের উপকণ্ঠে ধলাগাছ ডাঙ্গাপাড়ার মো. ফজলুল হকের মেয়ে শিল্পী আক্তার। তিনি তাঁর স্বামী মো. সোহেল এবং এক পুত্র সন্তানকে নিয়ে ধলাগাছ সরকারপাড়ায় জনৈক লেমনের ভাড়া বাসায় থাকতো। ঘটনার দিন গতকাল বিকেল আনুমানিক সোয়া ৫ টার দিকে তিনি বাড়ির লোকজনের উপস্থিতিতে ভাড়া বাসার সিলিং ফ্যানের সঙ্গে প্লাষ্টিকের রশি দিয়ে গলায় পেঁচিয়ে আত্নহত্যা করেন।

এ সময় নিহতের মা ফাতেমা বেগম মেয়ের ভাড়া বাড়িতে গিয়ে ভেতর থেকে ঘর তালাবদ্ধ দেখতে পান। পরবর্তীতে তাঁর মা নিজ বাড়িতে রক্ষিত অন্য একটি চাবি নিয়ে গিয়ে আশপাশে লোকজন সহযোগিতায় ঘরের তালা খুলে মেয়ে শিল্পী আক্তার ঘরের সেলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখতে পান। এ সময় একটি রিকশাভ্যানযোগে তাকে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা ফজলুল হক বাদী হয়ে মেয়ের ভাড়া বাড়ির আশপাশে প্রতিবেশি পাঁচজনের নামে সৈয়দপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আসামীদের বিরুদ্ধে গৃহবধূ শিল্পী আক্তারকে উস্কানিমূলক কথাবার্তা, মিথ্যে অপবাদ , মানসিক ও শারীরিক নির্যাতন, হুমকি ধমকি প্রদর্শন ও আত্মহত্যা প্ররোচনা দেয়ার অভিযোগ আনা হয়।

আজ নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
সৈয়দপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আতাউর রহমান এক গৃহবধূর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনায় থানায় মামলার বিষয়টি নিশ্চিত করেন আজ ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন