শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

হোয়াইট হাউস হারাতে যাচ্ছেন ট্রার্ম্প

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০২০, ১২:০১ এএম


আসন্ন নির্বাচনে হোয়াইট হাউস হারাতে যাচ্ছেন ট্রাম্প। এমনটাই ভবিষ্যদ্বাণী করেছেন খ্যাতিমান মার্কিন লেখক এবং ইতিহাসবিদ অ্যালান লিচম্যান। লিচম্যান ১৯৮৪ সাল থেকে প্রতিটি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সঠিক পূর্বাভাস দিয়ে আসছেন। সম্প্রতি নিউইয়র্ক টাইমসের একটি নতুন ভিডিওতে তিনি ২০২০ সালের নির্বাচনের পূর্বাভাস প্রকাশ করেন।

লিচম্যান ভিডিওটিতে বলেছেন, ‘ট্রাম্প হোয়াইট হাউস হারাবেন।’ এর আগে, ২০১৬ সালের নির্বাচনের সময় অন্যান্য পÐিতদের বিরোধিতা করে তিনি ডোনাল্ড ট্রাম্পের জয়ের পূর্বাভাস দিয়েছিলেন। লিচম্যান মন্তব্য করেন যে, ট্রাম্পের প্রতিদ্ব›দ্বী জো বাইডেন সামান্য ভোটের ব্যবধানে ২০২০ সালে হোয়াইট হাউস অধিগ্রহণ করবেন। যদিও এতো আগেই এমন মন্তব্য গ্রহণযোগ্য নয়, তবে, এখন লক্ষণীয় যে, ট্রাম্পের গ্রহণযোগ্যতা এবং নির্বাচনী সূচক সাম্প্রতিক মাসগুলোতে নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পাবলিক রেডিও-এনপিআর’র সাম্প্রতিক এক জরিপে বাইডেন বর্তমানে ট্রাম্পের থেকে ২শ’ ৯৭ থেকে ১শ’ ৭০ ভোটে এগিয়ে রয়েছেন এবং ৩ মাসেরও কম সময়ে আসন্ন নির্বাচনের জরিপে জয়লাভ করেছেন। সংবাদ সংস্থা দ্য হিলের ক্যালিফোর্নিয়ার সাম্প্রতিক আরেকটি জরিপে দেখা গেছে, ট্রাম্পের থেকে ৪০ পয়েন্টে এগিয়ে রয়েছেন বাইডেন। বিদেশি সূত্র।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন