শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সংবাদ সম্মেলন

প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

সাতক্ষীরা জেলা সংবাদদাতা
কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক কাজী ফারুক হোসেনকে হেয় প্রতিপন্ন করে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে জেলা ছাত্রলীগ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হুসাইন সুজন। এ সময় লিখিত বক্তব্যে বলা হয়, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ও কালিগঞ্জ উপজেলার কৃতী সন্তান কাজী ফারুক হোসেন শুধু সাতক্ষীরা নয়, এখন সমগ্র দেশের সম্পদ। শিক্ষা জীবনের ১০ বছর তিনি মুক্তিযুদ্ধের সপক্ষের রাজনীতি ও টিউশনি করে লেখাপড়া করেছেন, অর্জন করেছেন বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় শীর্ষ স্থান। তিনি যতবার এলাকায় এসেছেন, ততবারই এলাকার শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধ ও বিজ্ঞানভিত্তিক বই বিতরণ করেছেন। কিন্তু তাকে হেয় প্রতিপন্ন করতে একাধিক মামলার আসামি কাজী আব্দুস সালাম, কাজী আবু হানিফ ও মীর আলী সংঘবদ্ধভাবে সংবাদ সম্মেলন করে কাজী ফারুকের নামে মিথ্যা তথ্য সরবরাহ করেছে, তাকে বানানো হয়েছে জামায়াত-শিবির। সংবাদ সম্মেলনে কাজী ফারুকের নামে মিথ্যা তথ্য সরবরাহকারীদের শাস্তির দাবি জানানো হয় প্রশাসনের কাছে। সম্মেলনে ছাত্রলীগের জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন