চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা
পাবনার চাটমোহরের বাল্যবিয়ের আয়োজন করায় গত বুধবার ৫ জনের জেল জরিমানা করা হয়েছে। একই সাথে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ৭ম শ্রেণির এক ছাত্রী। উপজেলার গুনাইগাছা ইউনিয়নের সোনাহারা পাড়া গ্রামের ৭ম শ্রেণিতে পড়–য়া ভ্যান চালক সোনাউল্লা’র মেয়ে এবং সেনগ্রাম উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সাথীর বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান উপস্থিত হন। তার উপস্থিতি টের পেয়ে বর পক্ষের লোকজন পালিয়ে যায়। এ সময় কনে পক্ষের ৪ জন ও বর পক্ষের ১ জনকে পুলিশ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উক্ত ৫ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদ- ও ১ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের কারাদ-াদেশ দেন। কারাদ-াদেশ প্রাপ্তরা হলো কন্যার মা সায়েরা খাতুন, তার ছেলে শাহীন, ছকির উদ্দিন, তার স্ত্রী শাকেরা ও মাজেদা খাতুন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন