মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ফেনইথাইলামিন কি?

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০২০, ৯:৪৫ পিএম | আপডেট : ৯:৫৮ পিএম, ১১ আগস্ট, ২০২০

চট্টগ্রামে ফেনইথাইলামিন নামে নতুন এক মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এলিট বাহিনী র্যাবের অভিযানে মঙ্গলবার সন্ধ্যায় নগরীর খুলশী থানার ফয়স লেক এলাকা থেকে ৭৭৫ গ্রাম মাদক সহ এক মাদক ব্যবসায়ীকে পাকড়াও করা হয়। গ্রেফতার মো, ফিরোজ (৩৮) চট্টগ্রামের পটিয়ার আশিয়া এলাকার বাসিন্দা।

র‌্যাবের সহকারী পরিচালক মাশকুর রহমান বলেন, এসব মাদক কোকেন জাতীয়। খবর ছিল একদল মাদক ব্যবসায়ী কোকেন বেচাকেনার জন্য অপেক্ষা করছে। তবে অভিযানে নতুন এ মাদক দ্রব্য পাওয়া গেছে। দেশে সম্ভবত এ ধরনের মাদক উদ্ধারের ঘটনা এ টাই প্রথম।

জানা গেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকের তালিকায় ফেনইথাইলামিনকে ক শ্রেণীতে রেখেছে। উদ্ধার করা নয়া এ মাদকের উৎস খোঁজা হচ্ছে। দেশে এ ধরনের মাদক কারা কিভাবে এনেছে তাও তদন্ত করে দেখা হবে জানান র্যাবের কর্মকর্তারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন