শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ফরিদপুরে ছিনতাইকালে বাঁধা দেওয়ায় যুবককে পিটিয়ে আহত

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২০, ৩:০৮ পিএম

ফরিদপুর শহরের ওয়ারলেছ পাড়া এলাকায় বাড়ি যাবার পথে ছিনতাইকারীদের কবলে পরে ওই এলাকার সজীব ফকির দম্পতি। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাতে সজিব দম্পতি অসুস্থতার জন্য ওষুধ কিনে বাড়ি ফেরার পথে একই এলাকার ছিনতাইকারী সুমন ও সুজন পথ গতিরোধ করে টাকা পয়সা ছিনতাই করে নিয়ে যায় । সজিব বাঁধা দেওয়ায় সুমন ও সুজন এলোপাথাড়ি পিটিয়ে সজিবকে গুরুতর আহত করে ।

সজিবের আর্ত চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে ছিনতাই কারীরা পালিয়ে যায় এবং এলাকাবাসী সজিবকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করে ।
শুক্রবারে সরেজমিনে ফরিদপুর মেডিকেল হাসপাতালে গিয়ে দেখা যায়, সজিব গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছে।

এ বিষয়ে সজিব ফকিরের স্ত্রী তানিয়া আক্তার জানান, ছিনতাইকারীরা অতর্কিত ভাবে আমরা বাড়ি যাওয়ার পথে আমাদের আক্রমণ করে স্বর্ণালংকর ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এ ব্যাপারে সজিব সুস্থ হলে মামলা দায়ের করা হবে ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন