বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে আহত

প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক দোকানীর কাছ থেকে বেশী দামে সদাই না নেয়ায় রেকমত আলী (৬২) নামে এক বৃদ্ধকে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার তারাব পৌরসভার মৈকুলী এলাকায় এ ঘটনা ঘটে। আহত রেকমত আলী মৈকুলী এলাকার মৃত মোন্তাজ উদ্দিনের ছেলে। আহত রেকমত আলী জানান, তিনি শুক্রবার সকাল ৭টার দিকে মৈকুলী এলাকার একটি মুদী-মনোহরী দোকানে চাল ও তেল কিনতে যান। পরে তেলের দাম নিয়ে দোকানী খলিল সিকদারের সঙ্গে তার তর্কবিতর্ক হয়। তর্কবিতর্কের এক পর্যায়ে দোকানী বৃদ্ধকে অকথ্য ভাষায় গালি গালাজ করে। পরে বৃদ্ধ রেকমত আলী দোকানীর কাছ থেকে তেলের গ্যালন ও টাকা ফেরত চাইলে দোকানী খলিল সিকদার ক্ষিপ্ত হয়ে বৃদ্ধ রেকমত আলীকে কাঠের রোল দিয়ে পিটিয়ে গুরুতর আহত করলে তিনি মাটিয়ে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন বৃদ্ধকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করান। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত খলিল সিকদার মৈকুলী এলাকার মৃত হাজারী সিকদারের ছেলে। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
মাদক বিক্রেতা আটক
নারায়নগঞ্জের রূপগঞ্জে দেলোয়ার হোসেন খান (৪৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে উপজেলার তারাব পৌারসভার তারাব হাটিপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত দেলোয়ার হোসেন খান তারাব হাটিপাড়া এলাকার আকতার খানের ছেলে। রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, দেলোয়ার হোসেন খান তারাবসহ উপজেলার বিভিন্ন এলাকায় পাইকারীভাবে ইয়াবার বিক্রি করে আসছে। শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াবা বিক্রি করার সময় ৪৫ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতকে নারায়ণগগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন