শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

৩ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

বিএসএফ’র গুলিতে নিহত

কুড়িগ্রাম জেলা সংবাদাতা : | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০২০, ১২:০০ এএম

ময়নাতদন্ত ছাড়া দাফন করায় কবর থেকে উত্তোলন করা হয়েছে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফের গুলিতে নিহত আখিরুল ইসলামের (২২) লাশ। গত তিন দিন আগে তিনি মারা যান। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের চরইটালুকান্দা গ্রাম থেকে লাশটি উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নবিরুল ইসলাম।
রৌমারী থানার ওসি আবু মো.দিলওয়ার হাসান ইনাম জানান, লাশটি ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম হাসপাতাল মর্গে পাঠানো হবে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে বাংলাদেশের কয়েকজন গরু ব্যবসায়ী সীমান্ত পার হয়ে ভারত যান। সীমান্তের ১০৫২-৫৩ মেইন পিলার এলাকা দিয়ে আসার পথে আসামের আলগা ক্যাম্পের টহলরত বিএসএফ জোয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আখিরুল ইসলাম ভারতের বিএসএফের গুলিতে নিহত হন। পরে তার সঙ্গীরা লাশ উদ্ধার করে ময়নাতদন্ত ছাড়াই দাফন করেছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন