শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বেদে পল্লীতে খাদ্য ও শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

কাউখালী (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা

গ্রামের নাম সোনাকুর। সন্ধ্যা নদীর তীরবর্তী ২নং ইউনিয়নের বাসিন্দা ওরা। ওই গ্রামের হতদরিদ্র্য, সুবিধাবঞ্চিত ১৫টি বেদে পরিবারের বসবাস। সন্ধ্যা নদীর স্রোতের কলতানে ওদের ভাঙে ঘুম। জোয়ারের পানিতে ওদের বাড়িতে হাঁটু সমান পানি। কখনো খেয়ে, কখনো না খেয়ে ওই পরিবারের শিশুরা যায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। শিশুদের মানসিক বিকাশ ও লেখাপড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করার লক্ষ্যে কাউখালী উন্নয়ন পরিষদের উদ্যোগে বেদে পরিবারের শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ ও খাদ্য সহায়তা হিসেবে বিস্কুট দেন উন্নয়ন পরিষদের সভাপতি, শিক্ষা উদ্যোক্তা আঃ লতিফ খসরু। গতকাল শুক্রবার ঐ বেদে পল্লীতে শিক্ষা উপকরণ ও পানিবন্দি শিশুদের খাদ্য সহায়তা দেয়া হয়। শিক্ষা উপকরণ হিসেবে দেয়া হয় খাতা, কলম আর খাদ্য সহায়তা হিসেবে দেয়া হয় পুষ্টিকর বিস্কুট। বেদে পল্লীর সর্দারনী মেহেরুন নেছা (৭০) বলেন, “আমাদের সন্তানদের যখন কেউ খোঁজ-খবর নেয় তখন ভালো লাগে। আমাদের ছেলে-মেয়েদের লেখাপড়ার জন্য খসরু ভাই এর উদ্যোগে আমরা আনন্দিত।”

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন