পঞ্চগড় জেলা সংবাদদাতা
পঞ্চগড়ে প্রায় ৪০ হাজার টাকার গাঁজার গাছ উদ্ধার করেছে পঞ্চগড় সদর থানা পুলিশ। সেই সাথে গাঁজার চাষাবাদ করায় সোহরাব আলী (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলার সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ গাঁজার গাছসহ ওই ব্যক্তিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সোহরাব আলী ওই এলাকার মৃত নওজেস খাঁ’র ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদর উপজেলা হাড়িভাসা এলাকার ডাঙ্গাপাড়ায় সোহরাব আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশ সোহরাবের বাড়ির পাশেই ছোট্ট এক গাঁজার বাগানের সন্ধান পায়। পরে বাগানের সবগুলো গাছ কর্তন করে থানায় নিয়ে আসে। এ সময় গাজার চাষাবাদকারী সোহরাব আলীকেও আটক করা হয়। পুলিশ জানায় সে গোপনে গাজার চাষাবাদ করে আসছিল। জব্দ করা অবৈধ ৮টি গাঁজার গাছের বর্তমান বাজার মূল্য প্রায় ৪০ হাজার টাকা বলে জানায় পুলিশ। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন