নাটোরের লালপুরে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন।
সোমবার(১৭ আগস্ট) সকাল নয়টার দিকে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের নাওদাড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- ওয়ালিয়া হাকিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক আজাদুর রহমান, নাওদাড়া গ্রামের কোরবান আলী, ওয়ালিয়া গ্রামের আব্দুর রউফ, লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা স্টাফ।
স্থানীয়রা জানান, সকালে নাওদাড়া ব্রিজ সংলগ্ন দুইটা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এ সময় দুই মোটরসাইকেলে থাকা চারজন আহত হয়। পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন