বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নিজেদের অপকর্ম ঢাকতে আওয়ামীলীগ জিয়াউর রহমানের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছেন -কুড়িগ্রামে রুহুল কবির রিজভী

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০২০, ৫:৩৯ পিএম

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গ্রামীণ উন্নয়নের রুপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের ক্রান্তিকালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং নিজেই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। নিজেদের অপকর্ম ঢাকতে আওয়ামীলীগ তার বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে। আওয়ামীলীগ নেতাদের ত্রাণ লুটপাটের ঘটনায় চারিদিকে মানুষ ছিছি করছে। চারিদিকে নিন্দা, প্রতিবাদের ঝড় উঠেছে। তারা জনগণের টাকা বাড়িতে নিয়ে যাচ্ছে আর বিএনপি নিজেদের টাকা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে।
রুহুল কবির রিজভী আরও বলেন, আমরা এসেছি এখানকার মানুষকে স্বাস্থ্য পরীক্ষা করে ঔষধ দিতে। আজকে কয়েকটা ফ্লাইওভার হয় ঢাকায়। মেঘা প্রজেক্ট। এই মেঘা প্রজেক্টের টাকাতো যায় আওয়ামীলীগের নেতাকর্মীদের পকেটে। এইটাতে গ্রাম বাংলার কোন উন্নতি হয়নি। একটা বন্যা হলে ক্ষেতের ফসল, গবাদিপশু, মানুষের ঘরবাড়ি সব নদীর পানিতে ভেসে যায়। এদিকে সরকারের নজর নেই।
তিনি আজ বিকেলে সদরের উপজেলার ভেলাকোপা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যায় দুর্গতদের জন্য দিনব্যাপী বিএনপি’র মেডিকেল ক্যাম্পে সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় উপস্থিতি ছিলেন, কেন্দ্রীয় বিএনপি’র সহসাংগাঠনিক সম্পাদক আব্দুল খালেক, স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক ড. রফিকুল ইসলাম, জেলা বিএনপি’র সহসভাপতি আবু বকর সিদ্দিক, মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, বিএনপি কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, হাসিবুর রহমান সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মেডিকেল ক্যাম্পে বন্যা আক্রান্ত মানুষের চিকিৎসা সেবাসহ বিনা মূল্যে ঔষধ প্রদান করা হয়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন