বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

আ.লীগ নেতা ফারুক হত্যা মামলা : এমপি রানা ও তার তিন ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট

প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

টাঙ্গাইল জেলা সংবাদদাতা : টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ফারুক হত্যা মামলার ঘটনার দুই বছরের বেশি সময় পর গত বুধবার সন্ধ্যায় টাঙ্গাইলের প্রভাবশালী খান পরিবারের চার ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। টাঙ্গাইল ডিবির ইন্সপেক্টর ও মামলার তদন্তকারী কর্মকর্তা গোলাম মাহফীজুর রহমান জানান, হত্যাকা-ের সঙ্গে যুক্ত হিসেবে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি আমানুর রহমান খান রানা ও তার ছোট ভাই কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সানিয়াত খান বাপ্পা এবং হত্যাকা-ের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হিসেবে অপর দুই ভাই টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান মুক্তি ও ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান কাকনসহ মোট ১৪ জনের বিরুদ্ধে এই চার্জশিট দাখিল করা হয়েছে। উল্লেখ্য, ২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে টাঙ্গাইল শহরের কলেজপাড়ার নিজ বাসার সামনে গুলিবিদ্ধ অবস্থায় ফারুক আহমেদের লাশ উদ্ধার হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন