রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

এসিডদগ্ধ রাবেয়াকে গাভী প্রদান

প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

শরীয়তপুর জেলা সংবাদদাতা

এসিড সন্ত্রাসের শিকার জেলার ভেদরগঞ্জ উপজেলার ডিএম খালি ইউনিয়নের ইয়াকুব বেপারীকান্দি গ্রামের এতিম শিশু রাবেয়াকে একটি দুধের গাভী প্রদান করেছে ব্র্যাক। ব্র্যাক এসিড সারভাইভার ফাউন্ডেশনের আয়োজনে দাতা সংস্থা আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার শিশুটির বাড়িতে প্রায় অর্ধ লক্ষ টাকা মূল্যের গাভীটি প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএম খালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রবীণ শিক্ষক মোঃ জসিম উদ্দিন মাদবর। সাংবাদিক এম হারুন অর রশীদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক জেলা প্রতিনিধি মোঃ জিয়া উদ্দিন আহম্মেদ। বক্তব্য রাখেন, ব্র্যাক এসিড সারভাইভার ফাউন্ডেশনের প্রতিনিধি মুক্তা দাস, ব্র্যাক অতিদরিদ্র কর্মসূচি প্রকল্পের আঞ্চলিক ব্যবস্থাপক সমীন্দ্রনাথ মজুমদার, বিশিষ্ট সমাজ সেবক মজিবুর রহমান, স্থানীয় ইউপি মেম্বার সুরুজ মিয়া ঢালীসহ সংরক্ষিত মহিলা মেম্বার, স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত বছর ডিসেম্বর মাসে রাবেয়া নানার বাড়ি বিয়ের অনুষ্ঠানে গিয়ে এসিড সন্ত্রাসের শিকার হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন