শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সখিপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

সখিপুর(টাঙ্গাইল)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২০, ৫:৫৪ পিএম

টাঙ্গাইলের সখিপুরে পেটে ছুরিকাঘাত ও মুখে বিষ ঢেলে দেওয়ার ২৫ ঘণ্টা পর খোরশেদ আলম (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের হতেয়া বড়চালা এলাকায় এ ঘটনা ঘটে। ২৫ ঘন্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শুক্রবার রাত সোয়া ১০টায় মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ ও হাসপাতালে ওই কৃষক মারা যান। নিহত ওই কৃষক হতেয়া বড়চালা গ্রামের মৃত মোকদম আলীর ছেলে। এ ঘটনায় নিহতের ছেলে আবু হানিফের দায়ের করা মামলায় পুলিশ মামালার ১ নম্বর আসামি নিহতের আপন বড় ভাই মোকছেদ আলী (৬০) ও প্রতিবেশী ছানোয়ার হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে। শনিবার(২২আগষ্ট) সাতদিনের রিমান্ড চেয়ে ওই দুই আসামিকে টাঙ্গাইল আদালতে পাঠিয়েছে পুলিশ।মামলার বাদী নিহতের ছেলে আবু হানিফ ও সখিপুর থানা সূত্রে জানা যায়, নিহত ছোট ভাই খোরশেদ আলমের সাথে জমিজমা নিয়ে বড়ভাই মোকছেদ আলীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। স্থানীয় একটি বাজার থেকে খোরশেদ আলম তার স্ত্রীর ওষুধ নিয়ে বৃহস্পতিবার রাত নয়টার দিকে বাড়ি ফেরার পথে তাঁর বড়ভাই মোকছেদ আলী ও সঙ্গে থাকা আরও তিনজন মিলে তাঁকে কিল-ঘুষি মারতে থাকে। এক পর্যায়ে সঙ্গে থাকা প্রতিবেশী ছানোয়ার হোসেন তাঁর পেটে ছুরি ঢুকিয়ে দেয়। পরে ওই চারজনে মিলে তার মুখে জোরপূর্বক বিষ ঢেলে দেয়।বিষ ঢালার সময় তার আত্মচিৎকারে পাশের বাড়ির লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে রাতেই প্রথমে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে,পরে অবস্থার অবনতি হলে ওই রাতেই তাঁকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার দুপুরে আবার তাঁকে মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত সোয়া ১০টায় খোরশেদ আলম মারা যান ।নিহতের ছেলে মামলার বাদী আবু হানিফ ঘাতক চাচা ও দায়ীদের ফাঁসি দাবি করেন। সখিপুর থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুল্লাহ বলেন, লাশ মির্জাপুর থানা পুলিশ হাসপাতাল থেকে গ্রহণ করে সুরতহাল প্রতিবেদন করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পেটের বাম পাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। গ্রেফতার হওয়া আসামি দুইজনকে সাতদিনের রিমান্ড চেয়ে শনিবার দুপুরে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন