বগুড়া অফিস
স্থানীয়দের নিষেধ না শুনে গোছলের জন্য যমুনায় ঝাঁপিয়ে পড়ে নদীগর্ভে নিখোঁজ হল রনী হোসাইন (২২) নামে বগুড়ার শাহ সুলতান কলেজের বিবিএ ৩য় বর্ষের এক ছাত্র। গতকাল শনিবার বেলা ১টায় সারিয়াকান্দি উপজেলার কালিতলা গ্রোয়েনের কাছে এই ঘটনা ঘটেছে। জানা যায়, বগুড়া থেকে ৫ জন কলেজছাত্রের একটি গ্রুপ কালিতলা গ্রোয়েনের যে স্থানে যমুনার পানি বিপজ্জনক গতিতে প্রবাহিত হচ্ছে সেখানে গোসলের প্রস্তুতি নিলে উপস্থিত সবাই তাদের ওই স্থানে নামতে বারবার নিষেধ করে। কিন্তু ছাত্ররা নদীর গতি-প্রকৃতির ভয়াবহতা বুঝতে না পেরে সবার নিষেধ উপেক্ষা করে গোসলের পোশাক পরে একযোগে ৫ জনই নদীতে ঝাঁপিয়ে পড়ে। ফলে নদীর তীব্র স্রোত ঘূর্ণাবর্তে পড়ে পাক খেতে থাকে। বেকায়দায় পড়ে তারা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলে ওই এলাকা দিয়ে চলাচলকারী নৌকার মাঝিরা ৪ জনকে উদ্ধার করলেও রনী ঘূর্ণাবর্তের পাকে তলিয়ে নিখোঁজ হয়ে যায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন