শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

প্রমাণসাপেক্ষ কোনো দলিল নেই : রাশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২০, ১২:০১ এএম

রাশিয়া ২০১৬ সালে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করেছে বলে মার্কিন সিনেট যে প্রতিবেদন প্রকাশ করেছে তা অস্বীকার করেছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা শনিবার মস্কোয় বলেছেন, মার্কিন সিনেটের গোয়েন্দা বিষয়ক কমিটির সর্বসাম্প্রতিক প্রতিবেদনে দেশটির নির্বাচন রাশিয়ার হস্তক্ষেপ সম্পর্কিত যে দাবি করা হয়েছে তাতে প্রমাণসাপেক্ষ কোনো দলিল নেই। জাখারোভা বলেন, মার্কিন তদন্তকারী কর্মকর্তা রবার্ট মুলার তার প্রতিবেদনে রাশিয়ার কথিত হস্তক্ষেপ সম্পর্কিত যেসব ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেছেন সেসব কথাই সিনেটের প্রতিবেদনে উঠে এসেছে। রাশিয়ার এই মুখপাত্র বলেন, তার দেশ বহুবার রবার্ট মুলারের দাবিগুলো প্রত্যাখ্যান করে বলেছে, এর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। মার্কিন সিনেটের গোয়েন্দা কমিটি গত ১৮ আগস্ট এক প্রতিবেদনে দাবি করে, ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিজের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার লক্ষ্যে রাশিয়া ‘বহুমুখী আক্রমণাত্তক’ প্রচেষ্টা চালিয়েছিল। ২০১৭ সালের জানুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজের দায়িত্ব গ্রহণের সময় থেকেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ ওঠে। তবে মস্কো বরাবরই এ অভিযোগ অস্বীকার করে এসেছে। আরটি, পার্সটুডে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন