সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

সখিপুরে নিষিদ্ধ পলিথিনে সয়লাব

প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : সখিপুর উপজেলার সর্বত্র নিষিদ্ধ পলিথিন ব্যবহার করা হচ্ছে। পাইকারি, খুচরা দোকানসহ সব ক্ষেত্রেই অবাধ পলিথিনের ব্যবহারের ফলে বোঝার উপায় নেই পলিথিন নিষিদ্ধ। সখিপুর উপজেলার পৌরসভা, বড়চওনা, তক্তারচালা, কচুয়া, বহেড়া তৈল, নলুয়া, হতেয়া প্রভৃতি বাজার ঘুরে দেখা যায়, কাঁচা তরিকারি, শাক-সবজি, ফলমূল, মুদির দোকান, মাছ, মাংস, ওষুধের দোকানসহ সব দোকানে অবাধে পলিথিন ব্যবহার করা হচ্ছে। সখিপুর বাজারে ও বড়চওনা বাজারে কয়েকজন ব্যবসায়ী নিষিদ্ধ পলিথিন পাইকারি বিক্রি করে থাকে বলে জানা গেছে। পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন সরকার কর্তৃক নিষিদ্ধ এবং আইন করা হলেও আইনের কোনো প্রয়োগ না থাকায় স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই পলিথিন সর্বত্র পাইকারি ও খুচরা বিক্রয় করা হচ্ছে। নিষিদ্ধ পলিথিন ব্যবসায়ী আবদুস সামাদ বলেন, পলিথিনের ওপর কোনো অভিযান হলে প্রশাসনের লোকজন আগেই জানিয়ে দেয়। তখন পলিথিন সরিয়ে ফেলি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন