শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় বিল পাসের সুপারিশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২০, ১২:০২ এএম

জাতীয় সংসদে উত্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় বিল-২০২০ পাসের সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটির বৈঠকে বিলটি পরীক্ষা-নিরীক্ষা শেষে পাসের সুপারিশ করে সংসদে প্রতিবেদন জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতির অনুপস্থিতিতে সভাপতিত্ব করেন কমিটির সদস্য মো. আব্দুল কুদ্দুস। বৈঠকে কমিটির সদস্য শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি, উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, এ কে এম শাহাজাহান কামাল, ফজলে হোসেন বাদশা, মো. আবদুস সোবহান মিয়া ও এম এ মতিন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, দেশে উচ্চ শিক্ষা স¤প্রসারণ ও উচ্চতর গবেষণাসহ উচ্চ শিক্ষার ক্ষেত্রে আনুসাঙ্গিক অন্যান্য সুবিধা নিশ্চিত করতে জাতির পিতা বঙ্গবন্ধুর নামে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে গত ২৯ জুন সংসদে বিল উত্থাপন করেন শিক্ষা মন্ত্রী। পরে বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠকে এ বিশ্ববিদ্যালয়টি স্থাপনে প্রণীত খসড়া আইনের অনুমোদন দেওয়া হয়। বিলে কিশোরগঞ্জ সদর উপজেলার বউলাই ইউনিয়নে এই বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা উল্লেখ করা হয়েছে।

বৈঠকে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কারিগরী শিক্ষা উন্নয়নের লক্ষ্যে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল-২০২০ ও ‘হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় বিল-২০২০ নামে আরো দু’টি বিল নিয়ে আলোচনা হয়। বিল দু’টিতে প্রয়োজনীয় সংশোধন, সংযোজন ও বিয়োজন সাপেক্ষে জাতীয় সংসদে প্রতিবেদন জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে বৈঠকের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যবৃন্দ, ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন ও মোনাজাত করা হয়।

Education 25-08-20-habib

e½eÜy †kL gywReyi ingvb wek¦we`¨vjq wej cv‡mi mycvwik

÷vd wi‡cvU©vi

RvZxq msm‡` DÌvwcZ e½eÜy †kL gywReyi ingvb wek¦we`¨vjq wej-2020 cv‡mi mycvwik K‡i‡Q wk¶v gš¿Yvjq m¤úwK©Z msm`xq KwgwU| KwgwUi ˆeV‡K wejwU cix¶v-wbix¶v †k‡l cv‡mi mycvwik K‡i msm‡` cÖwZ‡e`b Rgv †`Iqvi wm×všÍ †bIqv n‡q‡Q|

MZKvj g½jevi we‡K‡j RvZxq msm` fe‡b AbywôZ IB ˆeV‡K mfvcwZi Abycw¯’wZ‡Z mfvcwZZ¡ K‡ib KwgwUi m`m¨ †gv. Avãyj KzÏym| ˆeV‡K KwgwUi m`m¨ wk¶v gš¿x Wv. `xcy gwb, Dcgš¿x gwneyj nvmvb †PŠayix, G †K Gg kvnvRvnvb Kvgvj, dR‡j †nv‡mb ev`kv, †gv. Ave`ym †mvenvb wgqv I Gg G gwZb Ges mswkøó Kg©KZ©viv Dcw¯’Z wQ‡jb|

KwgwU m~Î Rvbvq, †`‡k D”P wk¶v m¤cÖmviY I D”PZi M‡elYvmn D”P wk¶vi †¶‡Î Avbymvw½K Ab¨vb¨ myweav wbwðZ Ki‡Z RvwZi wcZv e½eÜyi bv‡g cvewjK wek¦we`¨vjq ¯’vc‡bi j‡¶¨ MZ 29 Ryb msm‡` wej DÌvcb K‡ib wk¶v gš¿x| c‡i wejwU cix¶v-wbix¶vi Rb¨ wk¶v gš¿Yvjq m¤úwK©Z msm`xq KwgwU‡Z cvVv‡bv nq| Gi Av‡M MZ 24 †deªæqvwi gwš¿mfvi ˆeV‡K G wek¦we`¨vjqwU ¯’vc‡b cÖYxZ Lmov AvB‡bi Aby‡gv`b †`Iqv nq| we‡j wK‡kviMÄ m`i Dc‡Rjvi eDjvB BDwbq‡b GB wek¦we`¨vjq ¯’vc‡bi K_v D‡jøL Kiv n‡q‡Q|

ˆeV‡K wWwRUvj evsjv‡`k wewbgv©‡Y KvwiMix wk¶v Dbœq‡bi j‡¶¨ Pvu`cyi weÁvb I cÖhyw³ wek¦we`¨vjq wej-2020 I ÔnweMÄ K…wl wek¦we`¨vjq wej-2020 bv‡g Av‡iv `yÕwU wej wb‡q Av‡jvPbv nq| wej `yÕwU‡Z cÖ‡qvRbxq ms‡kvab, ms‡hvRb I we‡qvRb mv‡c‡¶ RvZxq msm‡` cÖwZ‡e`b Rgv †`Iqvi wm×všÍ †bIqv nq|

Gw`‡K ˆeV‡Ki ïiæ‡Z 1975 mv‡ji 15 AvM÷ knx` RvwZi wcZv e½eÜz †kL gywReyi ingvbmn Zvui cwiev‡ii m`m¨e„›`, 21 AvM÷ †MÖ‡bW nvgjvq wbnZ Ges 1971 mv‡ji gyw³hy‡× knx‡`i cÖwZ kÖ×v Rvwb‡q GK wgwbU wbieZv cvjb I †gvbvRvZ Kiv nq|

###

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন