শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নিয়ম ভঙ্গ করে চূড়ান্তের অভিযোগ

বাকৃবি ছাত্রদল কমিটি

ময়মনসিংহ ব্যুরো : | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২০, ১২:০২ এএম

নিয়ম ভঙ্গ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রদলের নতুন কমিটি চূড়ান্ত করার অভিযোগ উঠেছে। এনিয়ে পদ-প্রত্যাশীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, চলতি বছরের ৭ ফেব্রুয়ারি ময়মনসিংহ বিএনপি কার্যালয়ে বাকৃবি ছাত্রদলের মতবিনিময় সভা করেন ছাত্রদলের বিভাগীয় সাংগঠনিক টিম। ওই সভায় ২০০৩ সালের এস.এস.সি রেগুলার শিক্ষার্থীদের দিয়ে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। কিন্তু রহস্যজনক কারণে কেন্দ্রীয় এক নেতা নিয়ম ভঙ্গ করে পছন্দের এক নেতাকে পদে আনার জন্য কমিটি চূড়ান্ত করা হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের।

এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, কমিটি গঠনে আঞ্চলিকতা বলতে কিছু নেই। দীর্ঘদিন কমিটি না থাকা ইউনিটগুলোতে মানবিক বিবেচনায় কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।
তবে অবশ্যই নিয়মিত ছাত্র এবং অবিবাহিত হতে হবে। অছাত্র দিয়ে ছাত্রদল কমিটি করার কোন সুযোগ নেই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন