কুলিয়ারচর (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা : কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ১ নম্বর গোবরিয়া আবদুল্লাহপুর ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার বিকেলে লক্ষ্মীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে গোবরিয়া আবদুল্লাহপুর ইউনিয়ন ও পপি ঈউঠঅড প্রকল্পের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. ঊর্মি বিনতে সালামের সভাপতিত্বে আলোচনা সভায় কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো: আক্তার জামিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১ নম্বর গোবরিয়া আবদুল্লাহপুর ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করেন। অত্র বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মো: ফেরদৌস আলমের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গোবরিয়া আবদুল্লাহপুর নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মো: আব্বাস উদ্দিন। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল মিল্লাত, মেজর (অব:) মো: নূরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মো: শামসুল হক হারিছ, গোবরিয়া আবদুল্লাহপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি মো: আবুবকর, প্রধান শিক্ষক মো: জসীম উদ্দিন, পপি উপজেলা সমন্বয়কারী মো: শাহীন হায়দার ও বিশিষ্ট সমাজসেবক মো: সাইফুল ইসলাম প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন