শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

মাধবপুর (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দক্ষিণাঞ্চলের কুখ্যাত ডাকাত রজব আলী (৪০)-কে পুলিশ দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে। শনিবার রাতে থানার উপ-পরিদর্শক (এসআই) মমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বিষ্ণুপুর (বানিয়াপাড়া) গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার বাড়ি তল্লাশি চালিয়ে পুলিশ ৫টি রামদা, ২টি ছোড়া উদ্ধার করে। রোববার সকালে পুলিশ কুখ্যাত ডাকাত রজব আলীকে আদালতে সোপর্দ করেছে। এ ব্যাপারে এসআই ফখরুজ্জামান বাদি হয়ে মাধবপুর থানায় তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করেছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোকতাদির হোসেন জানান, তার বিরুদ্ধে চুরি, ডাকাতি ও ছিনতাইসহ ডজনখানেক মামলা রয়েছে।
সাড়ে ৩ মণ গাঁজা উদ্ধার
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মিঠাপুকুর গ্রাম থেকে গতকাল রোববার ভোর রাতে সাড়ে ৩ মণ গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ হোসেন জানান, গোপন সূত্রে খবর পেয়ে মনতলা সীমান্ত ফাঁড়ির সুবেদার হাবিবুর রহমান মুন্সির নেতৃত্বে একদল বিজিবি সদস্য উপজেলার আদাঐর ইউনিয়নের মিঠাপুকুর গ্রামে অভিযান চালিয়ে ১৪০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন