শ্রীনগর (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা : শ্রীনগরে বাসচাপায় অজ্ঞাতনামা এক কিশোর ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে ডুবে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল রোববার বেলা ১১টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের বেজগাঁও বাসস্ট্যান্ডে ইলিশ পরিবহনের একটি বাস পেছন দিক থেকে চাপা দিলে অজ্ঞাত ১৩-১৪ বছরের এক কিশোরের দেহ দ্বিখ-িত হয়ে যায়। স্থানীয়রা ঘাতক বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়। অপরদিকে গত শনিবার বিকালে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বাগবাড়ি গ্রামের আবু বকর সিদ্দিক (৬৫) নৌকা নিয়ে পার্শ্ববর্তী বাজারে যাওয়ার সময় বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে পানিতে পড়ে যায়। পরে ঢাকার পোস্তগোলা ফায়ার সার্ভিস থেকে ডুবুরি এসে সন্ধ্যার দিকে তার লাশ উদ্ধার করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন