গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বৈদেশিক মুদ্রাসহ ২ জনকে আটক করেছে পুলিশ। গোমস্তাপুর বাসস্ট্যান্ড এলকা থেকে তাদের আটক করা হয়। এ সময় ৬৫ হাজার কোরিয়ান মুদ্রা ও ৯টি ১ টাকা মূল্যমানের আমেরিকান ডলার জব্দ করা হয়। আটককৃতরা হলো- চাঁপাইনবাবগঞ্জ সদর থানার শাহীবাগ এলাকার কাজলের ছেলে মারুফ হোসেন (২৮) ও মসজিদ পাড়ার বিশুর ছেলে সেলিম (৩০)। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিন কামাল জানান, শনিবার গভীর রাতে উপপরিদর্শক অসীম কুমার মোদকের নেতৃত্বে গোমস্তাপুর থানা পুলিশের একটি বিশেষ টহলদল রহনপুর-চাঁপাইনবাবগঞ্জ সড়কের গোমস্তাপুর বাসস্ট্যান্ড এলাকায় টহল দেয়ার সময় ২ জন মোটর সাইকেল আরোহীর শরীর তল্লাশী করে ৬টি দশ হাজার ও ৫ টি এক হাজার কোরিয়ান মুদ্রা এবং ৯টি ১ টাকা মূল্যমানের অ্যামেরিকান ডলার জব্দ করে। এ সময় তাদের ব্যবহ্নত একটিএ্্যাপাচী মোটর সাইকেল জব্দ করা হয়। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন