(রাজশাহী) উপজেলা সংবাদদাতা : রাজশাহীর গোদাগাড়ীতে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন ও আলোচনা সভা করেছেন উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট। গতকাল রোববার সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা। মুক্তিযোদ্ধারা রাজশাহী মহানগরী সড়কে মানববন্ধন করেন। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহা. খালিদ হোসেন, রাজশাহী জেলা মুক্তিযোদ্ধার ডেপুটি কমান্ডার মো. শাহাদুল হক মাস্টার, কমান্ডার আশোক চৌধুরী, গোদাগাড়ী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অয়জুদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক রবিউল আলম প্রমুখ। মুক্তিযোদ্ধারা বলেন, সন্ত্রাস নয়, শান্তি চাই শঙ্কামুক্ত জীবন চাই। ইসলাম ধর্মকে বিতর্কিত করতেই দেশি-বিদেশি একটি চক্রান্ত গুলশান ও শোলাকিয়ায় হামলা চালিয়ে মানুষ হত্যা করেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন