ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলীয় এক এলাকায় গত শনিবার আকাশ থেকে মাটিতে ছিটকে পড়ে দুই স্কাইডাইভারের প্রাণহানি হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের মৃত্যুর কারণ জানা যায়নি। তবে তদন্ত কর্মকর্তাদের ধারণা, সময়মত প্যারাস্যুট না খোলার কারণে তারা মারা গেছেন। এ সম্পর্কে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান জোয়াকুইন কাউন্টির ডেপুটি শেরিফ লেস গার্সিয়া বলেন, শনিবার এক প্রত্যক্ষদর্শীর টেলিফোন পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে আসেন। ওই অজ্ঞাতনামা ব্যক্তিটি প্যারাস্যুট ছাড়া ওই দুজনকে নিচে পড়তে দেখেই শরিফের কার্যালয়ে খবর দেয়। পরে পুলিশ এসে ক্যালিফোর্নিয়ার সেন্টার ভ্যালির লোডি শহরের বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে ওই দুইজনের লাশ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। এবিসি নিউজ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন