শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

তুরস্ক তেল-গ্যাস অনুসন্ধানের সময় বাড়ালো

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২০, ১১:২১ এএম

তুরস্ক আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত পূর্ব ভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুসন্ধান তৎপরতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। প্রাথমিক ঘোষণা অনুযায়ী ১ সেপ্টেম্বর পর্যন্ত অনুসন্ধান তৎপরতা চালানোর কথা ছিল। ১ সেপ্টেম্বর ওই এলাকায় তুরস্কের অনুসন্ধান তৎপরতা বন্ধ হয়ে যাবে বলে এর আগে ধারণা করা হলেও বাস্তবে তা ঘটেনি। সোমবার আঙ্কারা অনুসন্ধান তৎপরতার সময়সীমা আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে।

নতুন সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছে প্রতিবেশী দেশ গ্রিস। তুর্কি পদক্ষেপকে বেআইনি আখ্যা দিয়েছে গ্রিসের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে ওই অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।

গত ২৪ আগস্ট ভূমধ্যসাগরের বিতর্কিত সমুদ্রসীমায় অনুসন্ধান চালানোর ঘোষণা দেয় তুরস্কের গবেষণা জাহাজ অরুচ রেইস। এর আগে সোমবার উত্তেজনা নিরসনে তুরস্ককে আলোচনার আহ্বান জানায় ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা। পূর্ব ভূমধ্যসাগরে কোনো একতরফা পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকারও আহ্বান জানায় তারা। তারপরও ওই অঞ্চলে অনুসন্ধান কাজের সময়সীমা বাড়ানোর ঘোষণা দিল তুরস্ক। পার্সটুডে

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Jack Ali ২ সেপ্টেম্বর, ২০২০, ১১:৪০ এএম says : 0
Those who are helping Greece, May Allah curse on them--Ameen
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন