শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বিয়ে ভেঙে যাওয়ায় কলেজছাত্রীর আত্মহত্যা

তেঁতুলিয়া (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২০, ১২:০২ এএম

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় একাধীকবার বিয়ে ভেঙে যাওয়ায় সুলতানা আক্তার (২২) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। গত শুক্রবার দিনগত রাতে উপজেলায় দেবনগড় ইউনিয়নের বাংলাচন্ডী গ্রামে এই ঘটনা ঘটে। সে ওই গ্রামের সামিরুল ইসলাম ওরফে বাচ্চা মিয়ার মেয়ে ও পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, সুলতানা দেখতে একটু খাটো এবং মুখে ব্রণ ছিলো। তাকে ছেলে পক্ষ দেখতে এলে খাটো এবং ব্রণ সমস্যার কারণে বার বার তার বিয়েতে না করে দিতো। গত ৩-৪ দিন আগে সুলতানার সাথে একই ঘটনা ঘটায় পরিবারের সদস্যদের মুখে নানা রকম কথাবার্তা শুনে সে। পরে একপর্যায়ে অভিমান করে পরিবারের লোকজনের অগোচরে নিজ শয়ন কক্ষে রাতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রেকর্ড করে। তেঁতুলিয়া মডেল থানার ওসি জহুরুল ইসলাম জানান, মৃতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন