শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

রাউজানে বাড়ছে পাগলা কুকুরের উপদ্রব

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২০, ১২:০২ এএম

চট্টগ্রামের রাউজানের দুটি ইউনিয়নে পাগলা কুকুরের কামড়ে ২ জন আহত হয়েছে। এলাকার লোকজন জানান, একটি পাগলা কুকুর উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তর পাড়া এলাকায় কৃষিকাজে শ্রমিক হিসবে কর্মরত নেত্রকোণা জেলার মো. আব্দুস সালাম (৪৮) নামে একজনকে কামড় দিয়ে আহত করে। পরে পার্শ্ববতী ইউনিয়ন কদলপুর দক্ষিণ জয়নগর বড়–য়া পাড়া গ্রামে মো. আমির হোসেন (৪৫) নামে আরও একজনকে কামড় দেয় ওই পাগলা কুকুরটি। এ ঘটনায় আহত দুই জনের মধ্যে আমির হোসেন গুরুতর আহত বলে স্থানীয় সুত্রে জানা গেছে। এদিকে শ্রমিক আব্দুস সালামের ডান হাতে কামড় দেয়ার পর তিনি স্থানীয় চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নেন। অন্যদিকে গুরুতর আহত আমির হোসেনকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে বলে জানা যায়। দুই এলাকার সাধারণ মানুষের মধ্যে পাগলা কুকুরের আতংক বিরাজ করছে। এ ঘটনার সত্যতা নিশ্চত করেন ইউপি সদস্যা মো: নাছের উদ্দিন ও হাজী আমির হোসেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন