কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে একদিনে ২টি বাল্য বিয়ে বন্ধ হয়েছে। গত শুক্রবার পৃথক দু’টি ঘটনায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম জাহিদুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান। উপজেলার সুরাটি গ্রামে অষ্টম শ্রেণির ছাত্রী (১৫) সাথে ময়মনসিংহের নান্দাইল উপজেলার শিমুল মিয়ার সাথে বিয়ের আয়োজন করলে কনের পিতার নিকট থেকে মুছলেকা নিয়ে বিয়ে বন্ধ করে দেন আদালত।
অপরদিকে আতিরা গ্রামে সপ্তম শ্রেণীর ছাত্রী (১৪) সাথে পাশের গ্রামের রাজন মিয়ার সাথে বিয়ের আয়োজন করায় কনের পিতাকে দু’হাজার টাকা জরিমানা করে মেয়ের বয়স ১৮ হওয়ার পুর্বে বিয়ে না দেয়ার শর্তে মুচলেকা নিয়ে বিয়ে বন্ধ করে দেন ভ্রাম্যমান আদালত।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন