শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

হাফেজদের মাঝে কোরআন বিতরণ ও দুস্থদের অনুদান

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২০, ১২:০২ এএম

ঝালকাঠির নলছিটিতে দুস্থ মানবকল্যাণ যুবসংঘ নামে একটি সেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে হাফেজদের কোরআন বিতরণ ও দুস্থদের অনুদান প্রদান করা হয়েছে। গত শুক্রবার বিকেলে ষাইটপাকিয়া বাজার সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে সংগঠনের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই ডীন ড. এমএম তাওহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন গ্লােবাল ইউনিভার্সিটির ফর্মার রেজিস্ট্রার রেজাউল করিম, দুমাউস চেয়ারম্যান কামাল হোসেন, পিএইচডিএফ চেয়ারম্যান মিজানুর রহমান, নলছিটি উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক এইচএম আখতারুজ্জামান বাচ্চু, ভৈরবপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল হক ও জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান সেলিম। সংগঠনের পরিচালক শাহ কামাল জোমাদ্দারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সমাজকর্মী বেল্লাল হোসেন, চাঁদ মিয়া ও অভিনেতা হায়দার কবির মিঠুন। এলাকার যুবকদের নিয়ে এ সংগঠনটি অসহায় মানুষের কল্যানে কাজ করে যাবে বলে প্রতিশ্রুতি দেয়। পরে ৪০জন হাফেজকে একটি করে কোরআন শরীফ ও দুস্থদের আর্থিক সহায়তা এবং সেচ্ছাসেবকদের ক্রেস্ট উপহার দেয়া হয়। ষাইটপাকিয়া বাজারে সংগঠনটির একটি কার্যালয় উদ্বোধন করেন অতিথিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন