শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

শ্রীপুরে ৪৮ তক্ষকসহ ৯ পাচারকারী আটক

প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা
গাজীপুরের শ্রীপুরে বিরল প্রজাতির ৪৮টি তক্ষক (কক্কা) সহ ৯ পাচারকারীকে আটক করেছে র‌্যাব। উপজেলার নগর হাওলা এলাকায় রোববার রাতে অভিযান চালিয়ে তক্ষক উদ্ধারসহ পাচারকারীদের আটক করেন। আটককৃতরা হলো- নগর হাওলা গ্রামের আঃ গফুর, নয়াপাড়া গ্রামের আজিজুল, ত্রিশাল উপজেলার সাখুয়া গ্রামের পলাশ, সাখাওয়াৎ, নওপাড়া গ্রামের আইনাল হক, বাগাল গ্রামের সামসুদ্দিন, ভালুকা উপজেলার জামিরদিয়া গ্রামের ফজলু, কালিগঞ্জ উপজেলার কলাপায়া গ্রামের সজিব ও ঈশ্বরপুর গ্রামের আবিদ হোসেন। র‌্যাব জানায়, শ্রীপুরের নগর হাওলা গ্রামের আঃ গফুরের বাড়িতে অভিযান চালিয়ে আন্তঃজেলা পাচারকারী সক্রিয় দল বণ্যপ্রাণী তক্ষক (কক্কা) মজুদ করে চড়া দামে দেশে-বিদেশে পাচার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে নির্বাহী ম্যাজিস্ট্র্রেট আনিছুর রহমান ও র‌্যাবের উপ-অধিনায়ক শফিউল আজম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৪৮ বিরল প্রজাতির তক্ষকসহ ৯ পাচারকারীকে আটক করেন। যার আনুমানিক মূল্য অর্ধকোটি টাকা। পরে ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩০ দিবসের কারাদ-াদেশ দেন এবং তক্ষকগুলো শ্রীপুরের বঙ্গবন্ধু সাফারী পার্কে অবমুক্ত করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন