শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

একদিকে আনন্দ অন্যদিকে ক্ষোভ

প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা
ফরিদপুর জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের একাংশের মধ্যে বইছে চাপা ক্ষোভ। অপর অংশে আনন্দ উল্লাস, মিছিল, মিষ্টি বিতরণ চলছে। বিএনপির কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির স্থায়ী কমিটিতে স্থান পান নাই ফরিদপুরের ৫ বারের সংসদ সদস্য, ৩ বারের সফল মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ। ফরিদপুরে দীর্ঘ বছর ধরে জেলা বিএনপি কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে পড়েছে। একটি গ্রুপ চৌধুরী কামাল ইবনে ইউসুফের বিপক্ষে নেতৃত্ব দিতেন। তিনি হচ্ছেন- ফরিদপুর জেলা বিএনপি সভাপতি ও সদ্য বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা নিয়োগপ্রাপ্ত আলহাজ জহিরুল হক শাহজাদা মিয়া। ফরিদপুর জিয়া পরিষদের সভাপতি এডভোকেট মোঃ আব্দুল হান্নান বলেন, চৌধুরী কামাল ইবনে ইউসুফকে স্থায়ী কমিটিতে স্থান না দেয়ায় ফরিদপুরের জন্য রাজনীতিতে বিরাট ক্ষতি হয়ে গেল। চৌধুরী কামাল ইবনে ইউসুফ বৃহত্তর ফরিদপুরের বিএনপির প্রতিষ্ঠাতা থেকে এ পর্যন্ত হাল ধরে রেখেছেন এবং তিনি জনপ্রিয়তার কারণে ৫ বার সংসদ সদস্য হন এবং ৩ বার সুনামের সাথে মন্ত্রীর দায়িত্ব পালন করেন। কেন্দ্রীয় যুবদলের নেতা মাহবুবুল হাসান পিংকু বলেন, ফরিদপুরে চৌধুরী কামাল ইবনে ইউসুফের বিকল্প নেই। তার মত বিজ্ঞ একজন নেতার স্থায়ী কমিটিতে প্রয়োজন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন