শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

পুনর্বাসন দাবিতে ভূমিহীনদের বিক্ষোভ

কুড়িগ্রামে রেলের জমি থেকে উচ্ছেদ

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

কুড়িগ্রাম রেলওয়ের পরিত্যক্ত জমিতে বসবাসরত ভূমিহীন পরিবারগুলোকে উচ্ছেদের প্রতিবাদে ও পূণর্বাসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেছে বাস্তুহারা পরিবারের সদস্যরা। গতকাল রোববার সকালে বাস্তুহারা পরিবারের সদস্যরা বিক্ষোভ মিছিল নিয়ে কুড়িগ্রাম শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়। এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাস্তুহারা পূণর্বাসন সংগ্রাম কমিটির সদস্য সুব্রতা রায়, নুর মোহাম্মদ আনছার, আক্তারুল ইসলাম রাজু ও মজিবর রহমান। 

বাস্তুহারারা অভিযোগ করেন, পূণর্বাসনের ব্যবস্থা না করে কুড়িগ্রাম রেলওয়ের পরিত্যক্ত জমিতে বসবাসরত ভূমিহীন পরিবারগুলোকে কয়েক দফায় অমানবিকভাবে উচ্ছেদ করা হয়েছে। এতে কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন এলাকার ৭৬টি পরিবারসহ কয়েকশ› পরিবার উচ্ছেদের শিকার হয়েছে। উচ্ছেদের শিকার পরিবারগুলোকে খোলা আকাশের নিচে অবস্থান করে মানবেতর জীবন যাপন করছে। তারা অবিলম্বে রেলওয়ের পরিত্যক্ত জায়গায় বরাদ্দ দিয়ে অসহায় পরিবারগুলোকে মাথা গোঁজার ঠাঁই দেয়ার দাবি জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন