গলাচিপায় র্যাবের হাতে আটক বন্যপ্রাণি তক্ষক পাচারকারি চক্রের সদস্য রাসেল (৪০)। গতকাল রোববার গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিট্্েরট আদলতে হাজির করা হলে আদালত রাসেলকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। আদলতের নির্দেশে উদ্ধারকৃত তক্ষকটি রোববার বন বিভাগের কর্মকর্তার কাছে হস্তান্তরের পর গলাচিপার সংরক্ষিত বনাঞ্চাচলে অবমুক্ত করা হয়।
র্যাব জানায়, র্যাব-৮ এর আভিযানিক দল অভিযান চালিয়ে শনিবার রাতে গলাচিপা উপজেলার গলাচিপা-শাখারিয়া সড়কের আমখোলা এলাকা থেকে সংঘবদ্ধ চক্রের সদস্য রাসেলকে একটি তক্ষকসহ আটক করে। রাসেল কলাপড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী গ্রমের মৃত আমজাদ হোসেনের ছেলে। সে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে প্রতারণা করে তক্ষক কেনাবেচা ও এক স্থান থেকে অন্য স্থানে তক্ষক পাচার করে আসছে। র্যাব শনিবার রাত সাড়ে ৮টায় রাসেলকে গলাচিপা থানায় হস্তান্তর করে। এরপর র্যাব বাদি হয়ে গলাচিপা থানায় রাসেলের বিরুদ্ধে মামলা দায়ের করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন