প্রস্তাবিত ধলেশ্বরী থানায় মির্জাপুর উপজেলার বানাইল ও আনাইতারা ইউনিয়নকে সংযুক্ত করার উদ্যোগের প্রতিবাদে ওই দুই ইউনিয়নের সর্বদলীয় জনগণ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন।
গত শনিবার বানাইল ইউনিয়নে ভাবখন্ড বাজারে দুপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বানাইল-আনাইতারা ইউনিয়নের সর্বদলীয় সংগ্রাম কমিটির আহবায়ক ও উপজেলা আ.লীগের সহ-সভাপতি খন্দকার আব্বাস বিন হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডিএম শফিকুল ইসলাম ফরিদ, আনাইতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. জাহাঙ্গীর আলম, বানাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক হোসেন খান, ইউনিয়ন আ.লীগের আহবায়ক এড. আনিসুর রহমান হুমায়ুন, জামুর্কী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী এজাজ খান চৌধুরী রুবেল, বিআরডিরির চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম জহির, সাবেক চেয়ারম্যান আলী হোসেন খান, বাবুল হোসেন বকশী, মিজানুর রশিদ আবু, এম এ লতিফ প্রমুখ।
মনববন্ধন শেষে দুই ইউনিয়নের বিভিন্ন গ্রামের সহস্রাধিক বিক্ষুব্ধ জনতা স্থানীয় পাকুল্যা-লাউহাটি আঞ্চলিক সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যানজটের সৃষ্টি হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন