শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

চাঞ্চল্যকর ইফতি হত্যাকান্ড বিচারের দাবিতে শিক্ষার্থীদের মৌন মিছিল

প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

নেত্রকোনা জেলা সংবাদদাতা

নেত্রকোনা সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের মেধাবী ছাত্র ও ছাত্রলীগ কর্মী চাঞ্চল্যকর মির্জা আজিজ আমান ইফ্তি হত্যাকা-ের দ্বিতীয় বর্ষ উপলক্ষে ইফতি হত্যাকা-ের সাথে জড়িত সকল আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় কলেজ ক্যাম্পাসে মৌন মিছিল করেছে নেত্রকোনা সরকারী কলেজের সাধারণ শিক্ষার্থীগণ, জেলা ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ। এর আগে ইফতি হত্যাকা-ের স্থলে তার স্মরণে নির্মিত ইফতি চত্বরে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নিহত ইফতির পিতা মির্জা আজিজুর রহমান (হাবলু), জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেওয়ান জনি, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক সাব্বির খান প্রিন্স, কলেজ ছাত্রলীগের সভাপতি অপু সরকার, অটোরিকশা শ্রমিকলীগের আহ্বায়ক সোলায়মান প্রমুখ। এ সময় নেতৃবৃন্দ ইফতি হত্যাকা-ের দিনটিকে ‘ইফতি দিবস’ হিসেবে ঘোষণা করে বলেন, ইফতি হত্যার দুই বছর পেরিয়ে গেলেও আজও তার পরিবার ন্যায়বিচার পায়নি। তারা কাল বিলম্ব না করে এই হত্যাকা-ের সাথে জড়িত সকল আসামীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। উল্লেখ্য, নেত্রকোনা সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের মানবিক বিভাগের ১ম বর্ষের মেধাবী ছাত্র মির্জা আজিজ আমান ইফতি কলেজের প্রথম দিন ক্লাস করতে গিয়ে কলেজ ক্যাম্পাসে কতিপয় ছাত্রলীগ কর্মীদের ছুরিকাঘাতে নিহত হন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন